Industrial PCB Design with Altium কোর্সে ৭ দিনের জন্য চলছে ২০% ছাড়! কুপন কোড ব্যবহার করুন: “PCBPRO20″
“Banglay Robotics” শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এটি একটি আন্দোলন। আর কোনো আন্দোলনই একক প্রচেষ্টায় সফল হয় না। প্রযুক্তিতে স্বনির্ভর বাংলাদেশ গড়ার এই যাত্রায় আমাদের প্রয়োজন এমন একদল নিবেদিতপ্রাণ প্রযুক্তি-উৎসাহী, যারা নিজেদের জ্ঞান ও দক্ষতা দিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন।
“Banglay Robotics Volunteer Program” সেই সকল দক্ষ ব্যক্তিদের জন্য, যারা শুধু নিজের জন্য শেখেন না, বরং অন্যকে শেখানোর মাধ্যমে আনন্দ খুঁজে পান। একজন ভলান্টিয়ার হিসেবে আপনি হবেন আমাদের কন্টেন্ট তৈরি এবং কমিউনিটি সাপোর্টের মূল চালিকাশক্তি। আপনি সরাসরি আমাদের ইন্সট্রাক্টর ও শিক্ষার্থীদের সাথে কাজ করে এই প্রযুক্তি-ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করে তুলবেন।
আমাদের ইন্সট্রাক্টরদের সাথে মিলে কোর্স ম্যাটেরিয়াল, ভিডিও প্রোডাকশন এবং টেকনিক্যাল ডকুমেন্টেশন তৈরিতে সহায়তা করা।
আমাদের ফোরাম এবং কমিউনিটি গ্রুপগুলোতে শিক্ষার্থীরা যখন কোনো সমস্যায় পড়বে, তাদের টেকনিক্যাল সহায়তা প্রদান এবং সঠিক পথনির্দেশনা দেওয়া।
ইন্ডাস্ট্রি-স্ট্যান্ডার্ড প্রজেক্ট ও কন্টেন্ট তৈরির মাধ্যমে নিজের পোর্টফোলিওকে সমৃদ্ধ করার সুযোগ।
ছোট ছোট কিন্তু কার্যকর ভিডিও টিউটোরিয়াল তৈরি করা। যেমন: “How to read a Datasheet”, “Basics of PCB routing” ইত্যাদি।
বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের উপর ব্লগ বা আর্টিকেল লেখা। যেমন: “Choosing the right microcontroller for your project”, “Career paths in Robotics” ইত্যাদি।
আমরা সেই সকল নিবেদিতপ্রাণ ব্যক্তিদের খুঁজছি, যাদের নিচের এক বা একাধিক ক্ষেত্রে দক্ষতা রয়েছে এবং যারা একটি ক্রমবর্ধমান কমিউনিটিতে অবদান রাখতে আগ্রহী:
ইন্ডাস্ট্রি-স্ট্যান্ডার্ড প্রজেক্ট ও কন্টেন্ট তৈরির মাধ্যমে নিজের পোর্টফোলিওকে সমৃদ্ধ করার সুযোগ।
আপনার তৈরি করা ব্লগ, ভিডিও বা রিসোর্স আপনার নাম এবং পরিচয়সহ আমাদের প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।
সফলভাবে ভলান্টিয়ারশিপ সম্পন্ন করার পর "Banglay Robotics"-এর পক্ষ থেকে সম্মানজনক সার্টিফিকেট প্রদান করা হবে।
আমাদের কোর টিম, ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং দেশসেরা মেধাবীদের সাথে সরাসরি কাজ করার ও শেখার সুযোগ।
এই অভিজ্ঞতা আপনার সিভিকে শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ চাকরি বা উদ্যোক্তা হওয়ার পথে আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে।
যদি আপনার মধ্যে থাকে নেতৃত্ব দেওয়ার অদম্য স্পৃহা এবং প্রযুক্তি দিয়ে সমাজ বদলানোর স্বপ্ন, তবে এই সুযোগটি আপনারই জন্য।
প্রযুক্তির দর্শক নয়, হোন স্বনির্ভর কারিগর বাংলা ভাষায় হাতে-কলমে রোবটিক্স, এমবেডেড সিস্টেমস ও IoT শেখার পথ এখন ঘরে বসেই। দেশীয় এক্সপার্টদের তৈরি করা প্রজেক্ট-বেইজড কোর্স, সার্টিফিকেটসহ।